আসসালামু আলাইকুম

SSC পরিক্ষার্থীরা সুন্দরভাবে পরিক্ষা দিন এর জন্য আমি দোয়া করছি। সেই সাথে আমার ব্লগে ভিজিট করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ ।

Jul 10, 2014

যেভাবে ২০% ব্রডব্যান্ড স্পীড বাড়িয়ে নিবেন

উইন্ডোজ সর্বদা তার জন্য ব্যান্ডউইথ এর ২০ শতাংশ ব্যাবহার করে থাকে । চলুন দেখি আমরা কিভাবে তা ফেরত পেতে পারি । এই ট্রিক্স টা এক্সপি ও সেভেন এ কাজ করে ।


যেভাবে করব:-

১. প্রথমে স্টার্ট মেনু তে যেয়ে  gpedit.msc  লিখে রান করুন ।  


২. Local Group policy editor নামে একটি উইন্ডো আসবে । এবার বাম পাশে Computer Configuration


এর নিচে Administrative Templates এ ক্লিক করুন । তারপরে ক্লিক করুন Network অপশন এ । তারপরে QOS Packet Scheduler  অপশন টি তে ।  সর্বশেষে Limit Reservable Bandwidth এ ।এখন নতুন উইন্ডো আসবে ।

অর্থাৎ Local Computer Policy-->Computer Configuration-->Administrative Templates-->Network-->QOS Packet Scheduler-->Limit Reservable Bandwidth

৩. এবার ই আসল খেলা এখানে যদি Not configured চালু করা থাকে তাহলে Enable এ মার্ক দিএ অপশন টি চালু করুন । নিচের দিকে Bandwith লিমিট এর ঘরে 20% এর স্থানে ০ বসিয়ে দিন । ওকে করুন এরপর বেরিয়ে আসুন ।
এরপর থেকে সিস্টেম আর কোন ব্যান্ডউইথ সংরক্ষন করবে না । আপনার ইন্টারনেট স্পীড দেখেন বেড়ে গেছে । 

No comments :

Post a Comment