আসসালামু আলাইকুম

SSC পরিক্ষার্থীরা সুন্দরভাবে পরিক্ষা দিন এর জন্য আমি দোয়া করছি। সেই সাথে আমার ব্লগে ভিজিট করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ ।

May 21, 2014

দৈনন্দিন জীবনে ইসলাম

দৈনন্দিন জীবনে ইসলাম

প্র: কেউ যদি ক্বিরাতের মধ্যে মারাত্মক ভুল করে, তারপর  আবার শুদ্ধ করে পড়ে ফেলে; তাহলে তার নামাজ হবে কি?
উ: হবে। 

প্র: আমলে কাছীর কাকে বলে?
উ: নামাজের মধ্যে যে সকল কাজ করলে দূর থেকে কেউ দেখে একথা মনে করে যে, এই লোক নামাজের মধ্যে নেই, সে কাজকে আমলে কাছীর বলে। ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক নামাজ সংশোধনের প্রয়োজন ছাড়া আমলে কাছীর করলে নামাজ ফাসিদ হয়ে যাবে। নামাজের সংশোধন যেমন- ওযু ভেঙ্গে যাওয়ার কারণে নামাজের মধ্যেই ওযু করতে যাওয়া- আমলে কাছীর হলেও এতে নামাজের ক্ষতি হবে না। (দুররে মোখতার) 

প্র: কারো দাঁতের ফাঁকে আটকে থাক কোন জিনিস যদি নামাজের মধ্যে বেরিয়ে গলা দিয়ে ঢুকে যায় তাহলে  নামাজ ভেঙ্গে যাবে কি?
উ: ঐ জিনিসটি যদি চনাবুটের সমান বা এর চেয়ে বড় হয় এবং নামাজের মধ্যে দাঁতের ফাঁক থেকে বেরিয়ে এসে গলার ভিতর প্রবেশ করে তাহলে নামাজ ফাসিদ হয়ে যাবে। 

প্র: পুরুষের নামাজের কাতারে কি কোন মহিলা নামাজ পড়তে পারবে?
উ: মুহরিমাহ হোক চাই গাইরে মুহরিমাহ হোক পুরুষের কাতারে কোন মহিলা নামাজ পড়তে পারবে না। 
-মুফতী ওয়ালীয়ুর রহমান খান

No comments :

Post a Comment