আবারও লজ্জার হার ব্রাসিলের |
টানা দুই খেলায় হেরে নিজ দেশে বিশ্বকাপ শেষ করলো ব্রাসিল।
শনিবার তৃতীয় স্থান নির্ধারণী খেলাতেও তারা ৩-০ গোলে হেরে গেছে নেদারল্যান্ডসের কাছে।
ব্রাসিলের খেলোয়াড়দের পায়ে বল বেশি সময় থাকলেও কোন গোল করতে পারেনি তারা।
খেলার ৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন রবিন ভ্যান পার্সি। এর ১৭ মিনিটে দ্বিতীয় গোল করেন বিল্ড।
এর পর খেলার শেষ মিনিটে তৃতীয় গোলটি করেন জিওর্জিনিচ উইনালদাম।
১৯৪০ সালের পর ব্রাসিল এই প্রথম নিজেদের মাঠে টানা দুই খেলায় হারলো ব্রাসিল।
এবারের বিশ্বকাপে ব্রাসিল মোট ১৪ গোল হজম করলো যা তাদের সর্বোচ্চ।
No comments :
Post a Comment