থাকলেও বোঝার জো নেই কিলবিল করা প্রাণীটা মানুষ না মাকড়সা।
এমা ফে তার চিত্রকলায় বৃহৎ আকৃতির মাকড়সার রূপ দিয়েছেন লরি থমাসকে। এভাবে সাজাতে
এমার সময় লেগেছে মাত্র ৫ ঘণ্টা।
এছাড়াও এমা জিরাফ ও সি হর্সের (এক ধরণের সামুদ্রিক মাছ) আকৃতিতেও পেইন্ট করেছেন।
লরি থমাস ও বেথ সাইক্স নিজেদের সাজিয়েছেন এসকল বিশাল আকৃতির প্রাণীর রূপে।
ওই সময়টিতে মনে হবে তারা যেন মানব থেকে মাকড়সায় বিবর্তিত হয়েছেন।
No comments :
Post a Comment