আসসালামু আলাইকুম

SSC পরিক্ষার্থীরা সুন্দরভাবে পরিক্ষা দিন এর জন্য আমি দোয়া করছি। সেই সাথে আমার ব্লগে ভিজিট করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ ।

Jul 12, 2014

অদ্ভূত সৃষ্টি ‘মানব মাকড়সা’ ...

 অদ্ভূত সৃষ্টি ‘মানব মাকড়সা’ ...
পৃথিবীতে প্রতিনিয়তই চলছে রঙয়ের খেলা। চিত্রকর ও ট্যাটু শিল্পীরা রঙ দিয়ে সৃষ্টি করছেন 
বিস্ময়কর সব সৃষ্টি। 

এসকল সৃষ্টি মানুষকে করে বিস্ময়াভিভূত। আনন্দ দেয় দর্শকদের। 

এধরনের কারবারি এক শিল্পী হলেন লন্ডনের এমা ফে। তিনি মানব শরীরকে সাজিয়েছেন 
তরল পেইন্টিংয়ে। দিয়েছেন ভিন্ন ভিন্ন অবয়ব। এর ফলে কখনো তা হয়েছে বিশালাকার 
কিম্ভূত মাকড়সা। আবার হয়ে উঠেছে সমুদ্র তলের ঘোড়া মাছ। ঝিম ধরে অনেকক্ষণ তাকিয়ে 
থাকলেও বোঝার জো নেই কিলবিল করা প্রাণীটা মানুষ না মাকড়সা। 



এমা ফে তার চিত্রকলায় বৃহৎ আকৃতির মাকড়সার রূপ দিয়েছেন লরি থমাসকে। এভাবে সাজাতে 
এমার সময় লেগেছে মাত্র ৫ ঘণ্টা।

এছাড়াও এমা জিরাফ ও সি হর্সের (এক ধরণের সামুদ্রিক মাছ) আকৃতিতেও পেইন্ট করেছেন।

লরি থমাস ও বেথ সাইক্স নিজেদের সাজিয়েছেন এসকল বিশাল আকৃতির প্রাণীর রূপে। 
ওই সময়টিতে মনে হবে তারা যেন মানব থেকে মাকড়সায় বিবর্তিত হয়েছেন। 

No comments :

Post a Comment