আসসালামু আলাইকুম

SSC পরিক্ষার্থীরা সুন্দরভাবে পরিক্ষা দিন এর জন্য আমি দোয়া করছি। সেই সাথে আমার ব্লগে ভিজিট করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ ।

Jul 8, 2014

লেবুর ৫ টি দারুণ ব্যতিক্রমী ব্যবহার, যা আপনি কল্পনাও করেননি


খাবার প্লেটে গরম ভাত বা খিচুড়ির পাশে এক টুকরো লেবু থাকলে খাওয়ার রুচিটাই বেড়ে যায় হাজারগুণে। ভীষণ পুষ্টিকর লেবু যেমন স্বাস্থ্যের জন্যে ভালো, তেমনি রুপচর্চায়ও এর জুড়ি নেই। কিন্তু আপনি কি জানেন এই লেবুকে আপনি ব্যবহার করতে পারেন আপনার দৈনন্দিন জীবনের অদ্ভুত কিছু সমস্যা সমাধানে?
জেনে নিন লেবুর ৫ টি ভীষণ কার্যকরী ব্যবহার!

১) মাইক্রোওয়েভ ওভেন পরিষ্কারঃ

মাঝে মাঝে মাইক্রোওয়েভ ওভেনের ভেতরের গায়ে নানা ধরনের খাবারের কণা, তৈলাক্ত পদার্থ, মশলা ছিটকে আটকে থাকে। কিছুটা লেবুর খোসা নিন এবং একটি বাটিতে পানির সাথে মিশিয়ে ওভেনের ভেতরে রাখুন। এবার উচ্চ তাপমাত্রায় ওভেনটি ৫-৬ মিনিট চালিয়ে রাখুন যাতে ওভেনের ভেতরটা বাস্পে পরিপূর্ণ হয়ে যায়। এই বাস্প ওভেনের ভেতরের দেয়ালে লেগে থাকা চিটিচিটে খাবারের কণা, ময়লাগুলোকে নরম করে ফেলবে। আর এর পরেই একটি নরম তোয়ালে বা কাপড়ের টুকরো দিয়ে ওভেনের ভেতরতা সহজেই মুছে পরিষ্কার করে ফেলতে পারবেন আপনি।

২)চিনির জমাট বাঁধা রুখতেঃ

বেশিদিন চিনি রেখে দিলে ঝরঝরে চিনিগুলো কেমন যেন জমাট বেঁধে যায় খেয়াল করেছেন নিশ্চয়ই! তখন নানা প্রয়োজনে এই চিনি ব্যবহার করাটাও বেশ ঝামেলার। অথচ এ থেকে বাঁচতে আছে দারুন সমাধান। লেবুর কয়েকটি খোসা রেখে দিন চিনির পাত্রের ভেতরে। চিনি আর জমাট বাধবেই না।

৩)চুলা বা টেবিলের তেল চিটচিটে দাগ পরিষ্কারেঃ

ওনেক সময় চুলা বা খাবার টেবিলে তেল চিটচিটে দাগ পড়ে যায়। এগুলো একটু পুরোনো হলেই আর উঠতে চায় না আর কেমন যেন নোংরা দেখায়। একটি লেবু নিন, অর্ধেক কাটুন। এবার লেবুতে ভালো করে লবন মাখিয়ে নিন। খুব ভালোভাবে তেল চিটচিটে জায়গাটাতে ঘষূন। তারপর পরিষ্কার নরম কাপড় দিয়ে মুছে নিন। ব্যস, হয়ে গেল আপনার সমস্যার সমাধান!

৪)কাপড় থেকে হলুদের দাগ তুলতেঃ

খাওয়া বা রান্নার সময় কাপড়ে হলুদের দাগ লাগলে কিছুতেই যেন উঠতে চায় না। সাবান দিয়ে বার বার ধুয়েও তেমন লাভ হয় না। এক কাজ করুন। হলুদের দাগের উপর লবন আর লেবুর রস ভালোভাবে মাখিয়ে রেখে দিন কিছুক্ষণ। তারপর ধুয়ে ফেলুন ডিটারজেন্ট দিয়ে। দাগ উঠে যাবেই!

৫)চপিং বোর্ড পরিষ্কারেঃ

চপিং বোর্ডে প্রতিনিয়ত নানা তরকারী, ফল, পেঁয়াজ, রসুন কাটার ফলে সেগুলোতে সহজেই দাগ পড়ে যায়। সহজে এসব দাগ উঠতেও চায় না। একটি লেবুর খোসা নিয়ে লবন মাখিয়ে ভালো করে পুরো চপিং বোর্ড ঘষুন। তারপর ধুয়ে নিন।

৬)কিচেনের সিঙ্ক পরিষ্কারেঃ

স্টিলের সিঙ্ক, সে যত ভালো স্টেইনলেস স্টিলেরই হোক না কেন, জং না ধরলেও প্রতিনিয়ত সেখানে পানি ও অন্যান্য খাদ্যকণা পড়ার কারণে সাদা সাদা দাগ পড়ে যায় যা সহজে তোলা সম্ভব হয় না। এক্ষেত্রে সেসব দাগগুলোয় লেবুর রস ছড়িয়ে দিন। একটু পর ঘষে ধুয়ে ফেলুন আর পেয়ে যান ঝকঝকে রান্নাঘর।
লেবুর গুণের কথা বলে শেষ করা যাবে না। ফ্রিজের কোনে পড়ে থাকা এক টুকরো লেবুই হয়ে পারে আপনার দীর্ঘদিনের কোন সমস্যার সমাধান। ভালো থাকুন!

No comments :

Post a Comment