আসসালামু আলাইকুম

SSC পরিক্ষার্থীরা সুন্দরভাবে পরিক্ষা দিন এর জন্য আমি দোয়া করছি। সেই সাথে আমার ব্লগে ভিজিট করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ ।

Feb 24, 2015

কে হতে চায় অটোক্যাডার [পর্ব–০০] :: Autocad Basic Training ( শুরুর আগে )


بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

আসসালামু আলাইকুম । আমার ৫ম টিউন ও অটোক্যাড সিরিজের ১ম টিউনে স্বাগতম । যারা ইঞ্জিনিয়ারিং বা ড্রয়িং এর সাথে জড়িত তাদের জন্য  Autocad আবশ্যক । টেকটিউন্স এ অটোক্যাডের ধারাবাহিক খুব কম টিউটোরিয়ালই আছে । তাই আপনাদের সাথে নিয়ে অটোক্যাডের সম্পূর্ণ ও পুর্নাঙ্গ একটি সিরিজ শুরু করব ইনশাআল্লাহ । সেই জন্য আপনাদের সহযোগিতা ও মতামত একান্ত কাম্য । আজকের পর্বে আমরা মুলত শুরুর আগের কিছু কাজ করব অর্থাৎ আমরা সফটওয়্যার সেটাপ করব । আমাদের এখানে অটোক্যাড ২০১২ এর ৬৪ বিট ভার্সনে কাজ করা হবে তাই  আপনাদের সুবিধার্থে একটি টরেন্টের ডাউনলোড লিঙ্ক দেয়া হল । আপনারা চাইলে অটোক্যাডের ১০,১১,১৩,১৪,১৫ কিংবা ২০০৭ ভার্সনেও ফলো করতে পারেন । তবে আমি সাজেস্ট করব ১০ বা এর পরের কোন ভার্সন ব্যবহার করতে । এখানে কিজেন দেয়া আছে । অটোডেস্কের অন্যান্য সফটওয়্যার গুলোর মত একইভাবে ফুল ভার্সন করার নিয়ম । এছাড়া টেকটিউন্স এ ফুলভার্সন করার জন্য অনেক টিউন পাবেন কিংবা আপনারা কমেন্ট করলে আমিও ফুলভার্সন করার টিউটোরিয়াল করে দেব । তাহলে এবার সেটাপ করুন । ধারাবাহিক টিউটোরিয়ালগুলো আমাদের ইউটিউব চ্যানেলে পর্যায়ক্রমে আপলোড করা হবে , তাই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ।

ডাউনলোড করুন

No comments :

Post a Comment