আমরা যারা বিভিন্ন ধরণের ব্যবসা করি তাদের বিভিন্ন পণ্যের হিসাব রাখতে হয়। কোন পন্যটি কতটি ব্যবসায় ডুকানো হল,কতটি বিক্রি হল আর কতটি রয়েছে। এই সব হিসাব একটি খাতায় প্রতিদিন ভিন্ন ভিন্ন পাতায় এক একটি পণ্যের জন্য আলাদা আলাদা ভাবে হিসাব রাখতে হয়। আর নয় অ্যানালগ পদ্ধতিতে পন্যের হিসাব রাখা! সহজে আমার তৈরী এই ডাটাবেস অ্যাপ্লিকেশনটি দিয়ে আপনি যেকোন পন্যের Stock এর হিসাব রাখতে পারবেন।
Free Download
এটার ব্যবহারের ব্যপারে তেমন কিছু বলার নেই। খুব সাবলিল ও সহজ ভাবে তৈরী করেছি। যে কেউ এ টি সহজে ব্যবহার করতে পারবেন।যা করণীয়:
- এটি ব্যবহার করতে হলে আপনার কম্পিউটারে Microsoft Office এর MS Access ইনস্টল থাকতে হবে।
- ডাউনলোড করার পর ফাইলটি Unrar করুন অতপর ফাইলটি একটি নিরাপদ ড্রাইভে রাখুন। (C Drive এ বা Desktop এ রাখবেন না কারণ যদি আপনার উইনডোজ নষ্ট হয় তখন আপনার হিসাব গুলো হারিয়ে ফেলবেন। )
No comments :
Post a Comment