আজকের ফিচারে আমরা এমন একটি প্রণালীর কথা জানবো যা খুব অল্প সময়ে আপনার শরীরের অতিরিক্ত মেদ দূর করবে। যদি আপনার আসন্ন কোন প্রোগ্রাম থাকে এবং আপনি যদি দ্রুত ওজন কমাতে চান তাহলে আপনার জন্য এটি উপযুক্ত হবে। মানুষের শরীরে অনেক পরজীবী বাসা বাঁধতে পারে। পরজীবী এমন এক ধরণের জীবাণু যা পোষকের দেহে বাস করে এই দেহ থেকে খাবার গ্রহণ করে। পরজীবী মানুষের শরীরে রোগ সৃষ্টি করে এবং পরজীবীর দ্বারা সৃষ্ট কিছু রোগ খুব সহজে ভালো হয় না। আজকে যে প্রাকৃতিক প্রতিকারটির কথা আমরা জানবো তা শরীরের চর্বি কমাবে এবং পরজীবী ধ্বংস করবে।
প্রয়োজনীয় উপাদান
১ কিলোগ্রাম লেবুর রস ও
৪০০ গ্রাম সেলেরি।
যেভাবে তৈরি করবেন
১। ২ লিটার পানিতে ৪০০ গ্রাম সেলেরি পাতা নিন। এর মধ্যে লেবুর খোসা দিয়ে ২০ মিনিট ফুটতে দিন।
২। ঠান্ডা হওয়ার পরে এর সাথে লেবুর রস মেশান। তারপর মিশ্রণটি ছেঁকে নিয়ে একটি কাঁচের বোতলে রাখুন।
৩। প্রতিবার খাবার খাওয়ার পূর্বে দিনে তিনবার এই পানীয়টি পান করুন। মিশ্রণটি যদি আপনার কাছে খুব বেশি ঘন মনে হয় তাহলে এর সাথে পানি মিশিয়ে নিতে পারেন।
৪। মনে রাখবেন মিশ্রণটি তৈরি হওয়ার পরে রেফ্রিজারেটরে রাখতে হবে। ঘরের সাধারণ তাপমাত্রায় রাখা যাবে না। এই পানীয়টি শরীর থেকে সফলভাবে চর্বি দূর করতে, বিষাক্ত পদার্থ দূর করতে এবং পরজীবীকে ধ্বংস করতে সক্ষম। শরীরের চর্বি কোষ দূর করার সবচেয়ে ভালো ঘরোয়া প্রতিকার এটি।
সূত্র: বোল্ড স্কাই
No comments :
Post a Comment