আলজাজিরার ভিডিওচিত্র : বাংলাদেশে অপহরণের জন্য দায়ী নিরাপত্তা বাহিনী
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক ভিডিওচিত্রে জানিয়েছে, বাংলাদেশে অপহরণের জন্য নিরাপত্তা বাহিনী দায়ী। বাংলাদেশে অপহরণ বাড়ছে এবং চলতি বছরই অর্ধশতাধিক রাজনৈতিক কর্মী অপহরণের শিকার হয়েছেন।
মঙ্গলবার আলজাজিরা তাদের ওয়েবসাইটে ভিডিওচিত্রটি প্রকাশ করে। এতে বলা হয়, অপহরণের শিকার এসব ব্যক্তিদের বেশির ভাগই বিরোধী দলের কিংবা ক্ষমতাসীন দলের বিদ্রোহী অংশের সদস্য।
অপহরণের শিকার গ্রুপগুলোর নেতা ও কর্মীরা জানিয়েছেন, তারা এখন নিরাপত্তার জন্য দল বেঁধে চলাফেরা করেন।
প্রতিবেদনে বলা হয়, মানবাধিকার গ্রুপগুলো গুমের জন্য নিরাপত্তা বাহিনীগুলোকে দায়ী করছে।
প্রতিবেদনে বলা হয়, আলজাজিরার মাহের সাত্তার নারায়ণগঞ্জ থেকে এটি তৈরি করেছেন।
এখানে ভিডিওচিত্রটি দেয়া হলো।
No comments :
Post a Comment