আসসালামু আলাইকুম

SSC পরিক্ষার্থীরা সুন্দরভাবে পরিক্ষা দিন এর জন্য আমি দোয়া করছি। সেই সাথে আমার ব্লগে ভিজিট করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ ।

May 16, 2014

কিভাবে নামহীন ফোল্ডার একই নামে একাধিক ফোল্ডার তৈরি করতে হয়

দেখে নিন কিভাবে নামহীন ফোল্ডার একই নামে একাধিক ফোল্ডার তৈরি করতে হয়


শুধুমাত্র যারা জানেন না তাদের জন্য
আমরা যখনই একটি ফোল্ডার তৈরি করি এটাতে কোন না কোন নাম দিতে হয় কিন্তু এখন আমি আপনাদের দেখাব কিভাবে নামহীন ফোল্ডার তৈরি করবেন
প্রথকে একটি ফোল্ডার তৈরি করুন এবং যখন নাম চাইবে তখন কি বোর্ডের Alt +255 (Alt চেপে ধরে ২৫৫ চাপতে হবে তারপর Enter চাপবেন) চাপলেই একটি নামহীন ফোলাডার তৈরি হয়ে যাবে।
আর একই নামে একাধিক ফোল্ডার করার জন্য প্রথকে যে কোন একটি নাম দিয়ে ফোল্ডার তৈরি করুন তারপর ঐ নামটি লিখার আগে  Alt +255 চাপুন আবার আর একটি তৈরি করার জন্য ফোল্ডার তৈরি করে প্রথমে নামটি লিখুন এবং পরে Alt+255 চাপুন দেখবেন একই নামে তিনটা ফোল্ডার তৈরি হয়ে গেছে।


এবার চেষ্টা করে দেখুন।
আশা করি ভাল লাগবে।

No comments :

Post a Comment