আসসালামু আলাইকুম

SSC পরিক্ষার্থীরা সুন্দরভাবে পরিক্ষা দিন এর জন্য আমি দোয়া করছি। সেই সাথে আমার ব্লগে ভিজিট করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ ।

Jun 22, 2014

অস্ট্রেলিয়ায় শিক্ষা বৃত্তি সাথে কাজের সুযোগ

ইন্টারন্যাশনাল লাইভ: নিরাপদ শহর ও মানসম্মত শিক্ষার জন্য পড়াশোনা করতে যাওয়ার গন্তব্য হিসেবে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে অস্ট্রেলিয়া। আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ের ১০০ বিশ্ববিদ্যালয়ের ৭টিই অস্ট্রেলিয়ায়। এদেশে মোট ৪৩টি বিশ্ববিদ্যালয় রয়েছে, যার ৪০ টিই সরকারি।
 অস্ট্রেলিয়ায় শিক্ষা বৃত্তি সাথে কাজের সুযোগ...


এসব বিশ্ববিদ্যালয়ে রয়েছে অনার্স, মাস্টার্স, ডিপ্লোমা, গবেষণা, ডক্টরেটসহ বিভিন্ন কোর্সে পড়াশোনা ও গবেষণা করার সুবর্ণ সুযোগ।

বিশ্ববিদ্যালয়গুলোতে রয়েছে ব্যবসায় প্রশাসন, প্রকৌশল, হেলথ সায়েন্স, অর্থনীতি, ইংরেজি, ভূগোল, ইনফরমেশন টেকনোলোজি, জার্নালিজম, আন্তর্জাতিক সম্পর্ক, গণিত, ফিল্ম স্টাডিজ, নাট্যকলা, সঙ্গীত, দর্শন, রাষ্ট্র বিজ্ঞান ও সমাজবিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে ডিপ্লোমা, স্নাতক ও মাস্টার্স করার সুযোগ।

আবেদন করবেন যেভাবে:
সেশন শুরুর আড়াই অথবা ৩ মাস পূর্বেই আবেদন প্রক্রিয়া শুরু করতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোতে সাধারনত আইএলটিএস-এ ৬ অথবা ৬.৫ চাওয়া হয়। আবেদন সম্পর্কে বিস্তারিত জানা যাবে বিশ্ববিদ্যালয়গুলোর অফিসিয়াল ওয়েবসাইটে (নিচে দেখুন)। আবেদনের প্রক্রিয়া শেষে আপনি যদি নির্বাচিত হন তবে কর্তৃপক্ষই যোগাযোগ করবে আপনার সাথে।

আবেদনের যোগ্যতা:
• মাস্টার্সের জন্য অনার্সে থাকতে হবে প্রথম শ্রেণী
• অনার্সের জন্য আইএলটিএস এ ৬ অথবা ৬.৫ চাওয়া

যা যা প্রয়োজন:
• নির্বাচিত হলে সংশ্লিষ্ট দেশের দূতাবাসে আবেদন করতে হবে
• বিশ্ববিদ্যালয় থেকে প্রেরিত অফার লেটার দেখাতে হবে
• থাকতে হবে নির্ভেজাল পাসপোর্ট
• আর্থিক সামর্থ্যে নিশ্চয়তা পত্র
• পুলিশ ক্লিয়ারেন্স
• জাতীয় জন্ম সনদ
• সকল পরীক্ষার সনদ, ব্যাংক স্টেটমেন্ট
• আইএলটিএস পরীক্ষার সনদ
• স্পন্সর সংক্রান্ত সকল কাগজ পত্র

অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন ওয়েবসাইট: www.immi.gov.au

কাজের সুযোগ:
• ২০ ঘণ্টা কাজের সুযোগ
• পারিশ্রমিক অন্যান্য দেশের তুলনায় বেশি
• রেস্তোরাঁ, ক্লাব, দোকানে, প্রেসে বা ডাটা এন্ট্রির মত কাজ করে সাধারনত ঘণ্টায় ১০ ডলার উপার্জন করা সম্ভব।

বৃত্তির সংবাদ পাবেন যেসব ওয়েবসাইটে:

www.jason.edu.au
www.education.gov.au
www.australianwards.gov.au
www.australianwardssouthasia.org

এছাড়াও ভেরিফাইড ফেসবুক পেজে লাইক দিয়ে জানতে পারবেন বৃত্তির সংবাদ-

www.facebook.com/DIBPAAustralia



আবেদনের সুযোগ রয়েছে যেসব বিশ্ববিদ্যালয়ে:

• নিউ ক্যাসাল ইউনিভার্সিটি www.unsw.edu.au

• কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি www.qu.edu.au

• ইউনিভার্সিটি অব মেলবোর্ন www.unimelb.wdu.au

• মোনাশ ইউনিভার্সিটি www.monash.edu.au

• অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি www.anu.edu.au 

No comments :

Post a Comment