আসসালামু আলাইকুম

SSC পরিক্ষার্থীরা সুন্দরভাবে পরিক্ষা দিন এর জন্য আমি দোয়া করছি। সেই সাথে আমার ব্লগে ভিজিট করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ ।

Jun 23, 2014

মঙ্গল গ্রহে ১৭ বছর বসবাস..


 মঙ্গল গ্রহে ১৭ বছর বসবাস..
ইন্টারন্যাশনাল লাইভ: সাবেক এক মার্কিন নৌ কর্মকর্তা দাবি করেছেন তিনি মঙ্গলগ্রহে ১৭ বছর বসবাস করেছেন। মঙ্গল গ্রহের অধিবাসী মার্টিয়ানদের নিরাপত্তায় তিনি কাজ করেছেন।


কেই ছদ্মনামধারী সাবেক এই নৌ কর্মকর্তা বলেন, ধারণা করা হচ্ছে মঙ্গল গ্রহে মানুষের বসবাস ছিল। মার্টিয়ানদের থেকে সেরকম পাঁচটি মানব উপনিবেশ এলাকার প্রতিরক্ষায় লাল গ্রহে তাকে নিয়োগ দেয়া হয়েছিল। যারা মঙ্গলগ্রহে বাস করে তাদের মার্টিয়ান বলা হয়।


তিনি দাবি করেন, দায়িত্বরত অবস্থায় সেখানে একটি গোপন জায়গায় স্পেস বহরে তিনি ৩ বছর কাটান। যে বহরটি ‘দ্যা আর্থ ডিফেন্স ফোর্স’ নামে একটি বহুজাতিক কোম্পানি দ্বারা পরিচালত হয়েছিল। যে বহরে রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীন থেকে সেনা কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছিল।


এক্সো নিউজ নামে একটি টিভি চ্যানেল প্রচারিত এক বক্তৃতায় কেপ্টেইন কেই বলেন, তিনি মহাকাশে তিন ভাবে উড়তে দক্ষ।

তিনি আরো বলেন, তাদেরকে গোপন লুনার অপারেশন কমান্ড, সেটারন্স মুন টিটানসহ কয়েকটি গোপন জায়গায় প্রশিক্ষন দেয়া হয়েছে।

কেপ্টেইন কেই ২০ বছর চাকুরি শেষে  বিদায়ী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক মার্কিন নিরাপত্তা সচিব ডোনাল্ড রামস্ফেল্ড।

No comments :

Post a Comment