আসসালামু আলাইকুম

SSC পরিক্ষার্থীরা সুন্দরভাবে পরিক্ষা দিন এর জন্য আমি দোয়া করছি। সেই সাথে আমার ব্লগে ভিজিট করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ ।

Jun 26, 2014

বিশ্বকাপের শহরে নিরশ্রিত মানুষ


এক দিকে আলো ঝলমলে স্টেডিয়ামে বিশ্ব কাঁপাচ্ছে 'দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ' আর অন্যদিকে সাধারন মানুষ বলছে 'বাঁচতে দাও'। একদিকে দেখা যাচ্ছে এবারের বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে ব্রাজিল সরকারের নানা আয়োজন আর তার পাশইে মানুষের 'না-মানুষি' জীবন।
যে দেশের বেশিরভাগ লোক দারিদ্রসীমার নিচে বাস করে, সেখানে শুধুমাত্র বিশ্বকাপের জন্য অত্যাধুনিক স্টেডিয়াম নির্মাণ যে আসলে শ্বেতহস্তীর শামিল – তা আর বলার অপেক্ষা রাখে না।ব্রাজিল বিশ্বকাপে ব্রাজিলের সাধারন মানুষের জীবনযাপনের নেপথ্যের চিত্র উঠে এসেছে ফটোফিচারে……………

১. নেই বাসস্থান, তাই ডাস্টবিনের পাশে নিদ্রায় ব্যস্ত স্থানীয় এক নারী……………
1


২. নোংরা বস্তি, নেই খাবার। বাক্সে খাবার খুজছে শিশুটি…………….
2

৩. নেই বিশুদ্ধ ও পর্যাপ্ত পানি, তার মধ্যেই অতিবাহিত হচ্ছে জীবন……………
3

৪. নেই বিনোদন, তাই কুকুরে সাথে খেলায় মত্ত শিশুটি……………
4

৫. এক দিকে আনন্দ, অপর দিকে টোকাই কাজে ব্যস্ত ক্ষুর্ধাত মানুষটি……………..
5

৬. বর্ণিল সাজে ব্রাজিলের অভিজাত পল্লী……………
6

৭. বিশ্বকাপের ছোঁয়া লেগেছে অজপাড়া গাঁয়ে……………
8

৮. অভাব অনটনের মাঝেও আনন্দের কমতি নেই……………
9

৯. বসে নেই ছো্ট্ট শিশুটিও, ঘর সামলানোর কাজ তাকেও করতে হয়……………
10

১০. পতাকা কিনতে ব্যস্ত ব্রাজিলিয়ান তরুণীরা……………
11

তবুও প্রত্যাশা, বিশ্বকাপের অর্জিত অর্থ দিয়েই না হয় হোক তাদের জীবনমানের উন্নয়ন।

No comments :

Post a Comment