আসসালামু আলাইকুম

SSC পরিক্ষার্থীরা সুন্দরভাবে পরিক্ষা দিন এর জন্য আমি দোয়া করছি। সেই সাথে আমার ব্লগে ভিজিট করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ ।

Jul 6, 2014

৬ দিনেই স্মরণশক্তি কমায় ‘জাঙ্ক ফুড’

‘জাঙ্ক ফুড’ অর্থাৎ উচ্চ ক্যালোরিযুক্ত ও নিম্ন পুষ্টিমানের প্রক্রিয়াজাত খাবার শুধু আপনার হার্টের ক্ষতি করে তা নয়, স্মরণশক্তিতেও ভয়াবহ প্রভাব ফেলে।
নিউ সাউথ ওয়েলস ইউনিভার্সিটির ফার্মাকোলজি বিভাগের প্রধান মার্গারেট মরিস এক গবেষণায় দেখেছেন, সম্পৃক্ত চর্বি ও চিনিযুক্ত খাবার খাওয়ার অভ্যাস মস্তিষ্কের শেখা, মনে রাখা, যুক্তি দিয়ে চিন্তা করাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ সামর্থ্যকে মাত্র ৬ দিনেই ক্ষতিগ্রস্ত করে।

তিনি সতর্কবাণী উচ্চারণ করে বলেছেন, এ ধরনের খাবার খাওয়ার অভ্যাসে তাৎক্ষণিকভাবেই নেতিবাচক ফল পাওয়া যায়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএনআই। মরিস কয়েকটি ইঁদুরের ওপর গবেষণাটি পরিচালনা করেন।
তিনি দেখেছেন, ৬ দিন একটানা জাঙ্ক ফুড খাওয়ার পর ইঁদুরগুলোর স্মৃতিশক্তি উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। ইঁদুরগুলোর সামনে থেকে যখন একটি বস্তু তার আগের স্থান থেকে সরিয়ে নতুন কোন স্থানে রাখা হলো, সেটা তারা মনে রাখতে পারেনি।
ইঁদুরগুলোকে এক সপ্তাহ উচ্চ চর্বি ও চিনিযুক্ত খাবার খেতে দেয়ার পর তিনি লক্ষ্য করলেন, শেখা ও মনে রাখার জন্য মস্তিষ্কের গঠনে ‘হিপোক্যাম্পাস’ নামের যে বিশেষ উপাদানটি থাকে, সেটি অনেক বেশি উত্তেজিত হয়ে উঠতে শুরু করেছে।
ফলে, তাদের নতুন কিছু মনে রাখার স্বাভাবিক ক্ষমতা আশঙ্কাজনক হারে হ্রাস পেয়েছে। আরও ভয়াবহ তথ্য হচ্ছে মরিস তার গবেষণায় দেখেছেন, ইঁদুরগুলোকে জাঙ্ক ফুড জাতীয় খাবার খাওয়ার অভ্যাস করানোর পর যখন পুষ্টিকর খাদ্যাভ্যাসে ফিরিয়ে আনা হলো, তখনও সেই ক্ষতি পুষিয়ে নেয়া সম্ভব হয়নি। তাই জাঙ্ক ফুড থেকে সাবধান!

No comments :

Post a Comment