আসসালামু আলাইকুম

SSC পরিক্ষার্থীরা সুন্দরভাবে পরিক্ষা দিন এর জন্য আমি দোয়া করছি। সেই সাথে আমার ব্লগে ভিজিট করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ ।

Jul 6, 2014

শীতের পিঠা


শীতের পিঠা


বিনয় বর্মন ∇


হচ্ছে ভাজা চিতৈ
আসছে দেখো শীত ঐ

নকশি রঙিন পিঠা
ভাজছে মা ও ঝি-টা

শাপটা ক্ষীরে পাটি
ভরছে থালাবাটি


কড়াইয়ে মালপোয়া
উঠছে কেমন ধোঁয়া

গরম গরম ভাপা
খাচ্ছে বড় আপা

খেজুর গুড়ে ধুপি
খাই যে চুপি চুপি

দুধ নারিকেল পুলি
চাই যে অনেকগুলি

পুলির সঙ্গে কুলী
শীতের কষ্ট ভুলি।

No comments :

Post a Comment