#রোজায় সকালে ঘুম থেকে উঠে ব্রাশ পানিতে ভিজিয়ে দাঁত ব্রাশ করতে হবে। তবে টুথপেস্ট ব্যবহার
করা যাবে না। কারণ টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করার সময় অসাবধানতাবশত পেস্ট যদি গলার
ভেতরে ঢুকে যায় তাহলে সঙ্গে সঙ্গে রোজা ভেঙে যাবে। তাই টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করা ঠিক নয়।
তাছাড়া টুথপেস্ট ব্যবহার করার সময় টুথপেস্টের স্বাদ এমনিতেই গৃহীত হয়ে থাকে। আর কোনো
কিছুর স্বাদ গ্রহণ করলে রোজা নষ্ট হয়ে যাবে না; কিন্তু রোজা মাকরূহ হয়ে যাবে।
# নিম বা জয়তুনের ডাল দিয়ে মেসওয়াক করতে পারেন। এতে দাঁত পরিস্কার থাকবে।
# দাঁতের পাথর জমে গেলে এ সময়েও স্কেলিং করানো যায়। স্কেলিং করানোর সময় মুখ ও দাঁত
দিয়ে রক্ত ঝরলে রোজা ভঙ্গ হয় না, তবে লালার সাথে মিশে ওই রক্ত গিলে ফেললে রোজা ভেঙে যায়।
# দাঁত ও মাঢ়ির সুস্থতায় ইফতারের সময় আঠালো ও মিষ্টি জাতীয় খাবার যেমন জিলাপি না খাওয়াই
ভালো।
# রোজাকালীন সময়ে ওজু করার সময় পানি দিয়ে দাঁত ভালোভাবে কুলকুচি করতে হবে।
No comments :
Post a Comment