আসসালামু আলাইকুম

SSC পরিক্ষার্থীরা সুন্দরভাবে পরিক্ষা দিন এর জন্য আমি দোয়া করছি। সেই সাথে আমার ব্লগে ভিজিট করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ ।

Jul 12, 2014

জটিল সমীকরণে গোল্ডেন বুট

 জটিল সমীকরণে গোল্ডেন বুট

 ফিফা ব্রাজিল বিশ্বকাপ ২০১৪ এর 

বাকি আর মাত্র দুইটি খেলা। একটি 

ফাইনাল আরেকটি ৩য় স্থান নির্ধারনী

ম্যাচ। গোল্ডেন বুট জয়ের 

তালিকাটাও হয়েছে ছোট। থমাস 

মুলার, লিওনেল মেসি, নাকি 

টুর্ণামেন্ট থেকে ছিটকে যাওয়া 

রদ্রিগেজ পাবেন গোল্ডেন বুট?

যদিও ১৩ জুলাই ফাইনালে জানা 
যাবে কে পাচ্ছেন গোল্ডেন বুট। তবে 
অনেকটাই স্পষ্ট যে লড়াইটা জমে উঠেছে মেসি, মুলার আর রদ্রিগেজের মধ্যেই। মেসি নিশ্চিতভাবেই
আরও একটি ম্যাচ খেলতে পারবেন। মুলারও খেলবেন আরও একটি  ম্যাচ। 
মেসি যদি গোল্ডেন বুট পেতে চান তবে তাকে আরো করতে হবে ২ থেকে ৩টি গোল। কিন্তু জার্মানির 
মুলারও যদি ফাইনালে গোল পান সেক্ষেত্রে মেসি নাও পেতে পারেন গোল্ডেন বুট। তাই জটিল 
সমীকরণে গোল্ডেন বুট। 

ব্রাজিল বিশ্বকাপে এখন পর্যন্ত কে কত গোল করেছেন দেখা যাক... 
১. রদ্রিগেজ…….৬ গোল ( ৫ ম্যাচ)……..কলম্বিয়া
২. মুলার……….. ৫ গোল ( ৬ ম্যাচ) ……..জার্মানি
৩. মেসি……………৪ গোল (৫ ম্যাচ)…..আর্জেন্টিনা
৪. নেইমার……… ৪ গোল ( ৫ ম্যাচ) ……..ব্রাজিল
৫. রোবেন……… ৩ গোল ( ৫ ম্যাচ) …নেদার‌ল্যান্ড
৬. পার্সি…………. ৩ গোল ( ৫ ম্যাচ) …নেদারল্যান্ড
৭. শাকিরি……….৩ গোল ( ৫ ম্যাচ)…..সুইজারল্যান্ড
৮. বেনজামা………৩ গোল (৫ ম্যাচ)……….ফ্রান্স

No comments :

Post a Comment