৩ কৌশলে কাটিয়ে উঠুন নতুন ব্যবসার ভয়
নতুন ব্যবসা শুরু করার সিদ্ধান্তটি অনেক সাহসী একটি সিদ্ধান্ত। বন্ধুরা যখন চাকরি করে একটি নিশ্চিত ভবিষ্যত গড়তে চাইছে সে সময় একরকম একটি সিদ্ধান্ত স্রোতের বিপরীতে চলার মতই। অভিনন্দন আপনাকে। কিন্তু আপনার এই সিদ্ধান্ত কি বার বার বাঁধাগ্রস্থ হচ্ছে? অন্য অনেক কাজে সময় ব্যয় করছেন আপনি। কিন্তু যে কাজটি করা দরকার ব্যবসা শুরু করার জন্য সেটিই করছেন না।
আমাদের এধরণের আচরণের পেছনে থাকে মূলত ভয়। ভবিষ্যতের ভয়। ব্যবসা কেমন চলবে, আপনার চিন্তাগুলো বাস্তবায়ণ করতে গেলে কতরকমের সমস্যা হতে পারে, ক্ষতি হয়ে গেলে সেটা কীভাবে পূরণ হবে এমন নানান চিন্তা আপনাকে পিছিয়ে দিতে থাকে। মূলধন, বিনিয়োগের খাতসহ যাবতীয় সব আয়োজন সমাপ্ত থাকার পরও ব্যবসা শুরু করা হয় না। এই ভয় কাটানো একজন সফল ব্যবসায়ী হওয়ার জন্য খুবই জরুরি। আসুন জেনে নিই ভয় কাটানোর কার্যকরী ৩টি কৌশল-
আপনার সিদ্ধান্তটি পাগলামি নয়
খেয়াল করে দেখুন, আপনি যা যা ভাবছেন তার কিছুই কিন্তু এখনো ঘটে নি। অর্থাৎ, আপনি হয়ত ভাবছেন ব্যবসা শুরুর পর আপনি কোন ক্রেতা পাবেন না। অথবা ভাবছেন, অর্থনৈতিক ব্যপারগুলো কীভাবে সামলাবেন, অনেক সমস্যা হয়ে যাবে নিশ্চয়ই। আপনি যাই ভেবে ভয় পাচ্ছেন তার কোন কিছুই এখনো ঘটে নি। যা ঘটেই নি তার কি কোন যৌক্তিক ভিত্তি আছে? একেবারে উল্টো ঘটনাও ঘটতে পারে।
আপনার ভয়গুলোকে আপনি হয়ত বাস্তবতা বলে মেনে নিচ্ছেন, গুরুত্বও দিচ্ছেন। সকল পরিস্থিতি বিবেচনায় রাখা বুদ্ধিমানের কাজ। তবে যে বিবেচনা আপনাকে থামিয়ে রাখে, লক্ষ্যের দিকে পৌছতে দেয় না তা যুক্তিসঙ্গত হতে পারে না। আগে কাজ শুরু করুন, ভুল হলে শিক্ষা নেবেন এবং এগিয়ে যাবেন।
প্রোগ্রামগুলো আবার সাজান
আপনি যে ভয়গুলো পাচ্ছেন তা হঠাৎ করেই পেতে শুরু করেছেন এমন নয়। আপনার মাঝে আগে থেকেই কিছু মাইন্ডসেট তৈরি হয়ে আছে। যা ভেতরে ভেতরে আপনাকে তাড়িত করছে। আপনি যখন এই ব্যাপারে সচেতন হয়ে যাবেন তখন নিজেই এই চিন্তাগুলোকে আবার সাজাতে পারবেন।
খেয়াল করুন, আপনার চিন্তাগুলো মূলত কোনদিকে ধাবিত হয়? সফলতার দিকে নাকি ব্যর্থতার দিকে? হতে পারে এর পেছনে আপনার কোন অভিজ্ঞতা জড়িত। সেই অভিজ্ঞতা এমনকি ছেলেবেলারও হতে পারে। বেড়ে ওঠার পরিবেশ, ব্যক্তিগত জীবন, সম্পর্ক যে কোন কিছু হতে পারে।
কারণগুলো আপনি মনে করতে নাও পারেন। কিন্তু যখন আপনি দেখছেন, চিন্তাগুলো ইতিবাচক নয় তখন আপনার দায়িত্ব চিন্তাগুলোকে ইতিবাচক করার পদক্ষেপ নেওয়া। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ভাবনাগুলোকে আবার গুছিয়ে নিন। চোখ বন্ধ করে ভাবুন শুধু সফলতার কথা। আপনি যখন সফল হবেন তখন কেমন হবে আপনার অবস্থা? কেমন পোশাক পরবেন, কেমন বাসায় থাকবেন, আপনার জীবনযাত্রা কেমন বদলে যাবে সেসব কল্পনা করুন।
এরপর নিজের অবচেতন মনকে বোঝান। একটি নিরিবিলি পরিবেশে কাগজ কলম নিয়ে বসুন। নিজের সব দুশ্চিন্তাগুলো লিখে ফেলুন। একইসাথে তৈরি করুন আপনার টু ডু লিস্ট। শুধু নিজেকে দিন এই সময়টুকু। নিজেকে বোঝান আপনার কি চাই। আপনার চিন্তাগুলো থেকে আলাদা করুন কোনগুলো অহেতুক ভাবাচ্ছে আপনাকে। হয়তো আপনি আবিষ্কার করবেন, আপনার মূল ভয় হল, সফল হওয়া!
আপনি ভাবছেন, সফলতা মানুষকে দূরে সরিয়ে দেয়! অথবা ভাবছেন, বাড়তি দায়িত্ব নিতে হবে আপনাকে। তাতে ব্যাহত হবে আপনার বর্তমান স্বাধীন জীবন। নিজে নিজে ভাবতে ভাবতে আপনি যখন পেয়ে যাবেন আপনার আসল ভয় কী, তখন তাকে ম্যানেজ করাও আপনার জন্য সহজ হবে।
পার্ফেক্ট পরিকল্পনা
এবার আপনার পরিকল্পনার জোর বেড়ে যাবে বহুগুণে। কীভাবে শুরু করবেন
সেটা সাজিয়ে ফেলুন এবার। আপনার মাথায় অনেক পরিকল্পনা থাকতে পারে। আপনি হয়তো ভাবছেন, এটা করব সেটা করব। ভাবছেন, সব হয়ে যাবে। এভাবে আমরা আসলে অনেক কিছুই ভাবি। কিন্তু সব করা যায় না, আবার সব করা জরুরিও নয়। তাই লিখে লিখে প্ল্যান করুন। গুরুত্ব অনুসারে সাজান এবং কাজ শুরু করুন।
No comments :
Post a Comment